সিলেট

পাঁচজনের মৃত্যুদণ্ড গৃহবধূ হত্যা মামলায়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ও একজন পলাতক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. জিয়াউল হক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস