সিলেটের সড়ক-মহাসড়কে নেই গণপরিবহন। বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধের দ্বিতীয় দিনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকেও গন্তব্যে পৌঁছানোর যানবাহন পাওয়া যাচ্ছে না। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রিকশা, টমটম, সিএনজি অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত কিছু গাড়ি চলছে।
যাত্রীদের অভিযোগ, বাসের তুলনায় বেশি ভাড়া নিচ্ছে এসব পরিবহনের চালকরা। রিকশা ভাড়া চাচ্ছেন স্বাভাবিক সময়ের চেয়ে ২-৩ গুণ বেশি। সিএনজিচালিত অটোরিকশা ১০০ টাকার ভাড়া চাচ্ছেন ২০০-২৫০ টাকা।
বেসরকারি চাকরিজীবী বদরুল ইসলাম বলেন, অন্য দিন যেখানে অটোরিকশায় ৫০ টাকা লাগত। কিন্তু অবরোধে সড়কে গাড়ির সংখ্যা কম থাকায় ১৫০ টাকা দিতে হয়। তবে অটোচালক লাল মিয়া বলেন, অবরোধের কারণে দুদিন ধরে যাত্রীর সংখ্যা কম। গাড়িভর্তি যাত্রী হয় না। রিজার্ভ যেতে হয় বলে বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।
এলএবাংলাটাইমস/আইটিএলএস