সিলেট

শাবি ছাত্রের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের সুন্দ্রগাঁও ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (২২) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তিনি বগুড়া পৌরসভার সেউজগাড়ি রেল কলোনির ফজলুল হক আকন্দের ছেলে। রাকিবুল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নগরীর কালিবাড়ি এলাকায় একটি মেসে থাকতেন। বুধবার রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, রাকিবুল মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু মহাসড়ল দিয়ে সিলেটে যাওয়ার পথে সুন্দ্রগাঁও ব্রীজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। এসময় রাকিবুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস