সিলেট

মদনমোহন কলেজ সরকারিকরণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৭৫ বছরের পুরনো প্রতিষ্ঠান সিলেটের মদন মোহন কলেজকে সরকারি করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রায় সব বক্তাই কলেজটির সরকারিকরণের প্রতিশ্রুতি চান শেখ হাসিনার কাছে।

প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় মঞ্চে সভাপতির আসনে বসা অর্থমন্ত্রীকে দেখিয়ে বলেন, ‘আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এখানে বিরাট ভূমিকা রয়েছে। ‘কাজেই অর্থমন্ত্রী যেখানে আছেন, সেখানে সরকারিকরণে কোনও অসুবিধা হওয়ার কথা না। যেহেতু অর্থমন্ত্রী সাথে আছেন, সেহেতু সরকারি আমরা করে দিতে পারব।’ আবুল মাল আবদুল মুহিত মদন মোহন কলেজের গভর্নিং বডির সভাপতি।

কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহজালাল ও শাহপরানের মাজারে যান শেখ হাসিনা।

দুপুরে রিকাবিবাজারে মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কলেজের ‘হীরক জয়ন্তী’ উৎসবে যোগ দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিতি ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে হলে একটি শিক্ষিত জাতি একান্তভাবে দরকার। তাই যারা শিক্ষানুরাগী আছেন, বিত্তবান আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান যেন উন্নয়ন হয় সেদিকেও দৃষ্টি দেবেন।’

‘প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা পায় সেটা নিশ্চিত করতে চাই।’ বিজ্ঞান ও কারিগরিসহ যুগোপযোগী শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

সিলেট অঞ্চলে শিক্ষা-দীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেটেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

দেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। একইসঙ্গে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে ফেরার ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহবাহ উদ্দিন সিরাজ, কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ প্রমুখ।

মদন মোহন কলেজের অনুষ্ঠান শেষে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় ভাষণ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

উন্নয়ন কাজের উদ্বোধনের মধ্যে রয়েছে- শাবির এমএ ওয়াজেদ মিয়া আইসিইটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এপিবিএন ব্যারাক ও ওসমানী থানা ভবন, খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ১০০ শয্যা বিশিষ্ট শহীদ সামসুদ্দীন শিশু হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন, সিলেট আউটার স্টেডিয়াম, নারী পুলিশ ডরমেটরি ভবনের উর্ধ্বমুখী কাজের সম্প্রসারণ, শাহপরাণ থানা ভবন, সিলেট জেলা ও বিভাগীয় এনএসআই কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়, তামাবিল স্থলবন্দর, সিলেট ইলেকট্রনিক সিটিসহ কয়েকটি রাস্তার কাজ।