সিলেটে গতকাল বুধবার নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল-‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-র্যালি, আলোচনা সভা, চেক, সবজি বীজ ও সেলাই মেশিন বিতরণ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন সহজতর হবে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
জেলা পরিষদের হল রুমে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। এলএবাংলাটাইমস/আইটিএলএস
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। এলএবাংলাটাইমস/আইটিএলএস