সারাদেশের মতো সিলেটে বিএনপি জামায়াতের অবরোধের ২য় দিন অতিবাহিত হয়েছে। সিলেট বিভাগে পালিত হয়েছে হরতাল। গতকাল বুধবার সিলেট নগরীতে হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেলা ১২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থল থেকে হরতাল সমর্থক ৬ জনকে আটক করেছে। বিভাগের অন্যান্য জেলায়ও হরতাল ও অবরোধের সমর্থনে পিকেটিং করেছে সমর্থকরা। মঙ্গলবার অবরোধ চলাকালে যুবদল কর্মী জিলু আহমদ দিলু নিহতের ঘটনায় গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হারতাল আহ্বান করে জাতীয়তাবাদী যুবদল। হরতালে বিএনপিও সমর্থন দেয়।
প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে হরতাল সমর্থক ও বিরোধীদের সক্রিয় দেখা যায় নগরীর বিভিন্ন স্থানে। বেলা ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-ছাত্রদল, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা খ- খ- মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে যান। সেখানে হরতাল-সমর্থকরা মহাজনপট্টির মুখে একটি প্রাইভেট কার ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। এ সময় সেখানে অবস্থানরত পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে সরে যায়। তখন পুলিশের জনবল কম ছিলো।
অন্যদিকে একই সময়ে হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুটি মিছিলও সেখানে যায়। হরতাল আহ্বানকারী-বিরোধী দুই পক্ষ তখন মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে মৃদু সংঘর্ষও হয়। পাল্টাপাল্টি ধাওয়ার সময় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস