সিলেটের ওসমানী নগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর থানাধীন ২ নং সাদিপুর ইউনিয়নের অন্তর্গত সৈয়দপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে বাদশা মিয়া, বাদশা মিয়া, সাবাজ মিয়ার ছেলে জুনেদ মিয়া, মৃত আলাউদ্দিনের ছেলে ইমান উদ্দিন, মৃত মুক্তার মিয়ার ছেলে মোজাহিদ মিয়া, মৃত ছায়েদ আলীর ছেলে শিপু মিয়া, মৃত খোরশেদ আলীর ছেলে সুজায়েল মিয়া এবং মৃত কবির উদ্দিনের ছেলে আসাদ মিয়া।
গ্রেপ্তার ৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস