জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২০ নভেম্বর) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১৯ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
তিনি জানান- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরের বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়ীক এ অসুবিধার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস