সিলেট

পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আব্দুল মোছাব্বির সিলেট জেলা পুলিশ সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল মোছাব্বির কর্মস্থলে তার পরিবারসহ বসবাস করতেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঘটিকায় বাসায় বুকে ব্যথা অনুভূত হওয়ায় তার স্ত্রী তাঁকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা সকাল দশ ঘটিকায় জেলা পুলিশ লাইনস, সিলেটে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে সিলেট জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে কনস্টেবলমোহাম্মদ আব্দুল মোছাব্বির এর মৃত্যুতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস