সিলেট

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে করে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস