দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ২৬টি থানাসহ সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বদলি করা হয়।
বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে সিলেট রেঞ্জের ২০ থানার ওসি ও সিলেট মহানগর পুলিশের ৬ থানার ওসিও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান।
আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি মো. আলী মাহমুদকে কুলাউড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মাঈন উদ্দিনকে কোতয়ালী থানায়, জালালাবাদ থানার ওসিকে কমলগঞ্জ থানায়, শাহপরান থানার ওসিকে লাখাই থানায়, দক্ষিণ সুরমা থানার ওসিকে ধর্মপাশা থানায় ও মোগলা বাজার থানার ওসিকে জুড়ি থানায় বদলি করা হয়েছে।
সিলেট জেলার ৫ থানার ওসির মধ্যে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে চুনারুঘাট থানায়, গোয়াইনঘাট থানায় ওসি কেএম নজরুলকে মৌলভীবাজার থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীরকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানী নগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
মৌলভীবাজার জেলার ৭ থানার ওসির মধ্যে, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপির দক্ষিণ সুরমা থানায়, জুড়ি থানার ওসি মো. মোশাররফকে মোগলাবাজার থানায়, মৌলভীবাজার সদর থানার ওসি হারুন রশীদকে শাহপরান থানায়, কুলাউড়ার থানার ওসি আবু সালেককে রাজনগর থানায়, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর সরদারকে কানাইঘাট থানায়, রাজনগর থানার ওসি বিনয় চক্রবর্তীকে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায় বদলী করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার ৬ থানার ওসির মধ্যে, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে দিরাই থানায়, শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ মামুনকে সুনামগঞ্জ সদর থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদিরকে শান্তিগঞ্জ থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহাকে ধর্মপাশা থানায় বদলী করা হয়েছে।
হবিগঞ্জ জেলার ২ থানার ওসির মধ্যে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে চুনারুঘাট থানায়, শাহপরান থানার ওসি আবুল খায়েরকে লাখাই থানায় বদলী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস