সিলেট

আওয়ামী লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ‘এর ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০ টায় ১ম পর্ব ও দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় পর্ব ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েম উদ্দিন। প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাশেন্দ্র তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তন্বী দে,জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ‘এর সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী হাফিজ আল আসাদ। দুই পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনিবর্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, জামাল আহমদ চৌধুরী,খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, উপদেষ্টা এনাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, রোড টু স্মার্ট বাংলাদেশ এর ওয়ার্ড পর্যায়ের কর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।  এলএবাংলাটাইমস/আইটিএলএস