সিলেট

নগরীতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীতে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর উপরপাড়া এলাকা থেকে লাশ করা হয়। নিহত কিশোরী উপর পাড়া এলাকার মৃত জগদীসের মেয়ে নবনি রাণী পুরা (২০)। জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো: খালেদ মামুন জানান, বুধবার বিকেল ৩টার দিকে শোবার ঘরে ফ্যানে ঝুলন্ত অবস্থায় নবণী রাণী পুরার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস