হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানভাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ গোলচত্বর থেকে চুনারুঘাটের দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চানভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, চুনারুঘাট রোডে চানভাঙ্গা নামকস্থানে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস