সিলেট

প্রার্থিতা ফিরে পেলেন মুহিবুর রহমান

অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) প্রার্থিতা ফিরে পেয়েছেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান। একইসাথে পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হওয়ার পর রোববার (২৪ ডিসেম্বর) হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। সিলেট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনেও একমাত্র স্বতন্ত্র প্রার্থী হলেন বিশ্বনাথ পৌরসভার মেয়র ও এক সময়কার আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। এছাড়া দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর আগে গত ২২ ডিসেম্বর সিলেটে এক সংবাদ সম্মেলনে মুহিবুর রহমান বলেন, দেশের প্রচলিত আইন আনুযায়ী তার মনোনয়ন বৈধ হওয়ার কথা থাকলেও ইসি তাকে এক সপ্তাহ ঝুলিয়ে রেখে বাতিল করেছে। এটা একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে ইসির অন্যায় আচরণ বলে অভিযোগ করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। সেসময় তিনি মহামান্য হাইকোর্ট তার প্রার্থীতা ফিরিয়ে দিবেন প্রত্যাশা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।   এলএবাংলাটাইমস/আইটিএলএস