সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোয়া পাঁচ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এলাকা থেকে ১টি মিনি ট্রাক ভর্তি চিনিসহ গাড়িটি আটক করে পুলিশ।
এসময় গাড়ি ফেলে পলিয়ে যায় পাচারকারীরা। পরে ট্রাকটিতে তল্লাশী ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয় যার মূল্য অনুমান ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পচিশ হাজার) টাকা। একই সাথে মিনি ট্রাক (রেজি. নং-ঢাকা মেট্রো ড-১১-৪৮১৪) জব্দ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস