সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের ময়নার পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, একের পর এক মামলা দিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এটা সত্যি দুঃখ জনক। তবে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস