দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ রাত ১২টার পর থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হয়েছে মোটর সাইকেল চলাচল। সেই সঙ্গে শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাত থেকে আরও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে গত ৩১ ডিসেম্বর বিষয়টি জানানো হয়। এতে কোন কোন ক্ষেত্রে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে, তাও জানানো হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আজকে অর্থাৎ ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।
সড়ক বিভাগের প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত যানবাহন চলাচল বন্ধ অথবা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগর পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস