বিএনপি-জামাতের ডাকা ২ দিনের হরতালের প্রথম দিনের মাঝরাতে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এসময় ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় অনেককে সড়কে দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।
ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস