দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ ও সিলেট ৩ আসনে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় টায় সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ লাইন্সে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ভোটকেন্দ্র, মোবাইল/স্ট্রাইকিং ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ কমিশনার নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে নির্বাচন চলাকালীন বিএনপি জামায়াতের ডাকা হরতালের কথা মাথায় রেখে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। পর্যাপ্ত পরিমাণে মোবাইল ও স্ট্রাইকিং পার্টি নিয়োজিত থাকবে। তাছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও নির্বাচনে দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ দায়িত্ব পালন করবেন। যেকোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল পদবীর অফিসার অফিসার ও ফোর্সবৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস