মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মেয়েদের মাসিককালীন সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো বু তালেবের সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বেতার উপস্থাপক সজীব দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার দেবশ্রী দত্ত ও কিশোর কিশোরীরা।
অনুষ্ঠানে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও মেয়েদের মাসিককালীন সচেতনতাসহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী বক্তব্য দেন বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান। তিনি বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষেরা পিছিয়ে থাকলে দেশ এগুবে ন। তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারি গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস