সিলেট

শীতার্তদের পাশে জেলা প্রশাসন

গেল দিনচারেক থেকে সিলেটে জেঁকে বসেছে শীত। এমন বাস্তবতায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন। শনিবার (১৩ জানুয়ারি) রাত ১১টা থেকে শাহজালাল মাজার, চৌহাট্টা, শাহপরান মাজার, রেল স্টেশন, ক্বীন ব্রিজ, বন্দর বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম কাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান বলেন, এই শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত কম্বল দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করা হচ্ছে। আমরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিচ্ছি।  
 এলএবাংলাটাইমস/আইটিএলএস