সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠান প্রধান নজরুল হক তাপাদার।
এর আগে সমিতির সহ-সভাপতি ও সচিব পদে নির্বাচিত হয়ে তিনি এলাকার গ্রাহকদের উন্নয়নে অবদান রেখে আসছেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে থাকলেও জকিগঞ্জ উপজেলা থেকে এই প্রথম নজরুল হক তাপাদার সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও জকিগঞ্জ উপজেলায় সমিতি বোর্ডের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান পরিচালক সহিদুল হাসান এবং মহিলা পরিচালক মোছা. ছালেহা বেগম জকিগঞ্জ উপজেলার নেতৃত্ব দিচ্ছেন। এতে করে জকিগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান আরোও উন্নত হবে বলে স্থানীয়রা মনে করছেন।
এ ব্যাপারে নজরুল হক তাপাদার বলেন, ‘পল্লী বিদ্যুতের সেবার মান বৃদ্ধিতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।’ সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস