সিলেট

ড. সীমা হামিদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার শীতবস্ত্র বিতরণ

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটি অফ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক ড. সীমা হামিদের পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহসিনা আঞ্জুমান আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মো. ইমরান হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমদ, বিদ্যালয়ের উপদেষ্টা ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট থানার এসআই এনামুল হক, এএসআই সাদ্দাম হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আতাউর রহমান, পরিচালনা কমিটির মহিলা সদস্য নাছিমা বেগম, প্রধান শিক্ষিকা সালমা আক্তার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সংবাদ কর্মী সালমান শাহ, রাসেল আহমদ ও সুহিন মাহমুদসহ অন্যান্যরা।  
এলএবাংলাটাইমস/আইটিএলএস