সিলেট

বসুন্ধরা গ্রুপের কম্বল পেল টাংগুয়ার হাওরের ১ হাজারের অধিক শীতার্ত

বসুন্ধরা গ্রুপের সহায়তায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পাড়ে ও মধ্যনগর উপজেলার হাওর পাড়ের অসহায় ১ হাজারের অধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।শনিবার(২৭ জানুয়ারি)সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় ও বিকেলে তাহিরপুরের টাংগুয়ার হাওর পাড়ের জয়পুর গ্রামের মাঠে এই কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, তাহিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান, মধ্যনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাংবাদিক আহমেদ কবির প্রমুখ।
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান জানিয়েছেন জেলার তাহিরপুর, মধ্যনগর, শান্তিগঞ্জ উপজেলাসহ কয়েকটি উপজেলায় ৪ হাজার কম্বল বিতরণ করা হবে। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে হাওর পাড়ের অসহায় পরিবারের সদস্যদের হাতে শীত বস্ত্র পর্যায়ক্রমে বসুন্ধরা শুভসংঘ তুলে দিবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস