সিলেট

লেখক পরিষদের সাহিত্য আসর

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেছেন, জ্ঞানের অন্যতম মাধ্যম হল ভ্রমণ। বাইসাইকেলে বিশ্বভ্রমণ করা এক দুঃসাহসিক বাঙালি ব্যক্তির নাম রামনাথ বিশ্বাস। রমানাথ বিশ্বাস ছিলেন একজন বিপ্লবী, মানবতাবাদী, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।তিনি বুধবার নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত ভ্রমণকাহিনী লেখক নামনাথ বিশ্বাসকে নিবেদিত সংগঠনের ৯ম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সংগঠনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যকরি পরিষদের নির্বাহী সদস্য গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় মাসিক সাহিত্য ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য সংগঠন সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসার। উপস্থিত ছিলেন সৈয়দপুর ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দ রেজাউল হক। এছাড়া বক্তব্য ও লেখাপাঠ করেন কবি ছয়ফুল আলম পারুল, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, উদ্দীপন একাডেমির সহকারী শিক্ষক রাসেল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, সোহেল আহমদ। গান পরিবেশন করেন কবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস