সিলেট

কেমুসাসের সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান স্মরণে সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান ছিলেন নির্ভিক সাংবাদিতকার প্রতিকৃতি। তিনি কুরআন থেকে সাংবাদিকতার নীতি গ্রহণ করেছিলেন। তিনি নীতির প্রশ্নে স্রোতের সাথে না ভেসে নিজের বিশ্বাসের উপর অটল থাকতেন। সিলেটের সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিক আমীনূর রশীদ চৌধুরীর পরে তিনি ছিলেন আপোসহীন উত্তরসূরী। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সহিত্য সংসদ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লন্ডনের সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন, আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু ও কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আমিনুল ইসলাম, কেমুসাসের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমুল আনসারী, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, উপশহর ডি ব্লক মসজিদের ইমাম মাওলানা মনজুরে মাওলা, ডা. আব্দুর রকিব, মরহুম ওয়াহেদ খানের ছেলে নাভিদ খান, মেয়ে রাহনুমা খান ও নুজহাত খান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস