সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের সরকারি সফর দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট এসে বাস চাপায় আহত ছয় পুলিশ সদস্যকে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সকাল ১১টার দিকে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে যান।
এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী আহত প্রত্যেকের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস