সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সিলেট শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড.রমা বিজয় সরকার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ ড. মোঃ মোজাম্মেল হক খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার এবং বাংলাদেশ ব্যাংক এর সাবেক নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হক।
আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মোঃ মহিউল ইসলাম মুমিত, শিক্ষা বোর্ডের সচিব ও কন্ট্রোলার প্রফেসর অরুন চন্দ্র পাল।
আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্চলিক সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার, আঞ্চলিক উপ-কমিশনার সুষমা সুলতানা রুহি, মহিউছছুন্নাহ চৌধুরী নার্জিছ, নিহার কান্তি রায়, তানিয়া আহমদ, এমদাদুল হক সিদ্দিকী, সিলেট জেলা স্কাউটস কমিশনার মামুন আহমদ, সিলেট মেট্রোপলিটন জেলা স্কাউটস এর স্কাউট লিডার জিয়াউর রহমান ও সম্পাদক মোঃ মতিউর রহমান, সুনামগঞ্জের জেলা সম্পাদক ও কমিশনার, সিলেট জেলা স্কাউটসের সম্পাদক হিফজুর রহমান খাঁনসহ অন্যান্য স্কাউটস নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোসাম্মত মাহফুজা পারভীন।
এসময় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের স্টাফ অফিসার ও উপ-পরিচালক মোঃ আশিকুজ্জামান, উপ-পরিচালক মৌলভীবাজার ও হবিগঞ্জ মোঃ মামুন, আঞ্চলিক অফিস সুপার অজয় কুমার দে, হিসাব সহকারী নবেন্দু দে মিঠু উপস্হিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস