সিলেট

সাড়ে ৪ লাখ টাকার রাজস্ব আদায়

বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার টাকার ববকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁনের নেতৃত্বে নগরীর ১১ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁন জানান, অপরিশোধিত হোল্ডিং ট্যাক্স যারা পরিশোধ করেন নি তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এসময় সিলেট মেট্রপলিটন পুলিশের একটি দল এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস