সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিসিক সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইনজীবী পরিষদের পক্ষ থেকে একটি ভবন নির্মাণের দাবি ও বিভিন্ন সমস্যা কথা মেয়রের কাছে তুলে ধরেন।
এসময় ভবন নির্মাণের ও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আইনজীবীরা দেশের বিচক্ষণ নাগরিক। তারা আইনী সেবা প্রদানের মতো একটি পবিত্র দায়িত্ব পালন করছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথমই যারা লড়াই করেন তারা হলে আইনজীবী। তাদের প্রতি আমি অত্যন্ত আন্তরিক। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনজীবীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস