সিলেটে ৭ ঘণ্টায় ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ তথ্য জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ৭ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে এমন বৃষ্টিকে স্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, গতকাল রাত ১২টা থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়। মূল বৃষ্টি হয় রাত ৩টার দিকে। তবে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত হালকা বৃষ্টি হতে থাকে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস ছিল এবং আগামী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়। বৃষ্টিপাতের ফলে বাড়তে থাকা তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়। আজ সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ৭ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে এমন বৃষ্টিকে স্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, গতকাল রাত ১২টা থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়। মূল বৃষ্টি হয় রাত ৩টার দিকে। তবে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত হালকা বৃষ্টি হতে থাকে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস ছিল এবং আগামী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়। বৃষ্টিপাতের ফলে বাড়তে থাকা তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়। আজ সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস