সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাসকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায় জানানো হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় বীর মুক্তিযোদ্ধা খোকা রঞ্জন দাসের শেষকৃত্য সম্পন্নকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।
শুক্রবার দুপুর আড়াইটায় বার্ধক্যজনিত কারণে পাথারিয়ার আমদাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রেখে যান।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস