জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন এবং বিভাগভিত্তিক রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর ঐতিহাসিক সারদা হলে এই সম্মেলন এবং বিভাগভিত্তিক রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মান নির্ধারক হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি-লিলি ইসলাম এবং লাইসা আহমদ লিসা।
প্রভাতী অধিবেশনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিশোর এবং সাধারণ বিভাগে প্রথমমান অর্জনকারীরা ঢাকায় যাওয়ার যোগ্যতা অর্জন করে। প্রতিযোগিতায় কিশোর বিভাগে প্রথমমান পেয়েছেন মানবিকা দাস মেঘা, স্বস্তিকা চৌধুরী, শ্রীজিতা এন্দ, তপোবিভা দাস। সাধারণ বিভাগে প্রথমমান পেয়েছেন রুবী বেগম, মাইবম আইরিন লৈনা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস