সিলেট

১৭ বছরের সাজা নিয়ে ফেরারি ছাত্রদল নেতা সুমন

সিলেটে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এক ছাত্রদল নেতাকে হন্য হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে একাধিকবার বাসা-বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রদল নেতার বাড়িতে পুলিশ তল্লাশি চালালোও তাকে গ্রেফতার করতে পারেনি। তার নাম রুবেল আমিন সুমন। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের আব্দুল বারী (আনু মিয়ার) ছেলে এবং সিলেট মহানগর ছাত্রদলের ২২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে, রুবেল আমিন সুমনের বিরুদ্ধে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানাসহ সিলেটের অন্যান্য থানায় তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী তাকে হন্য হয়ে খুঁজছে। গ্রেফতার করতে তার বাসা-বাড়িসহ সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রেখেছে। তল্লাশীর নামের পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা আতংকে রয়েছেন। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ নভেম্বর বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের খেলার মাঠ থেকে রুবেল আমিন সুমনকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি টিম। পরে নগরীর উপশহর ডি বøকস্থ তার বাসায় তল্লাশী চালায়। এ ঘটনায় র‌্যাব-৯ এর তৎকালিন ডিএডি মোহাম্মদ সাইফুর রহমান বাদি হয়ে এসএমপির কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যাহার নং-২৫ (৮.১১.২০০৮)। পরে ওই মামলায় ছাত্রদল নেতা সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস