সুনামগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ, সৃজন বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রীনা ঘোষ, তানজিম তানিম হাসান, পারভিন নেছা বেগম, স্বপ্না রাণী সরকার, রীমা তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সুযোগ দিতে হবে। খেলাধুলায় সবাই প্রথম হতে পারবে না, তবে সবাই অংশগ্রহণ করতে পারবে এটাই বড় কথা। এতে তাদের মধ্যে সুপ্তপ্রতিভা বিকাশের সুযোগ পাবে।
এসময় বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বিকেলে খেলাধুলা, ছুটির দিনে শিশুদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। এতে শিশুদের মস্তিষ্ক সুস্থ থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। নিজের সন্তানকে তার মেধা অনুযায়ী যার করতে ভালো লাগে তাই করতে দিতে হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস