সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর ছেলে সিএনজি চালক মনসুর আলী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট থেকে লালাবাজারের দিকে ছেড়ে যাওয়া রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস