সিলেট

ভাইয়া হাউজিংয়ের চার দিনব্যাপী আবাসন মেলা

সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এর হলরুমে শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভাইয়া হাউজিং-এর উদ্যোগে আয়োজিত এ আবাসন মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট অঞ্চলের জন্য সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেটকে মডেল হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। এ অঞ্চলে আবাসনসহ অন্যান্য ব্যবসার প্রসারে সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে প্রবাসী কল্যাণ সেল চালু রয়েছে। জমি-জমার মামলার ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রীতা কমাতে আইনগুলোকে যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। বিনিয়োগের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, মানসম্মত বাড়ি-ফ্ল্যাট নির্মাণ অনেকেরই সারাজীবনের স্বপ্ন। মানুষের সেই স্বপ্ন পূরণে ভূমিকা রাখেন আবাসন ব্যবসায়ীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস