সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে সরকারি খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন খালের উপর স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনার পাশাপাশি একদিনের মধ্যে উচ্ছেদ করার নোটিশ দিলেও দখলধাররা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
অবৈধ স্থাপনা নির্মাণে খালটি ছোট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা সামান্য বৃষ্টি হলেই খালের পানি উপচে লোকালয় ঢুকে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাসউরা-বিবিরাই বাজার পর্যন্ত এলজিইডি রাস্তার পাশের ঝরাপাতা খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। খালের ৮০ শতাংশ অংশের মধ্যে পিলার ও কলাম বিম নির্মাণের পর মেঝে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন শ্রমিক। মেঝের ওপর শ্রমিকরা সাটারিং গাঁথুনির কাজ করছেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কামারকান্দি গ্রামের মৌর উদ্দিন নামে এক পঞ্চাশোর্ধ প্রভাবশালী ব্যক্তি ওই পাকা ভবন নির্মাণ করাচ্ছেন। এ বিষয়ে মৌর উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তার মেয়ে ঝুমা বেগম পিতা অসুস্থ বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে ঝুমা বেগম জানান, তারা খালের জমি ইজারা নিয়ে খামার তৈরির উদ্দেশ্যে অস্থায়ী ভবন নির্মাণ করছেন। কিন্তু ইজারা নেয়ার কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি এ খালটি দখল ও দূষণে অস্থিত্ব সংকটে পড়েছে। মৌর উদ্দিন ছাড়াও স্থানীয় মকরম আলী, শাব উদ্দিন ও সইর উদ্দিন নামে একাধিক দখলদকারী প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রভাবশালীরা স্থানীয় ইউপি ভূমি অফিসের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই খাল দখল করে রাস্তা ও স্থাপনা নির্মাণ করছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস