মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাপ্তাহিক বাংলা কাগজ পরিবার ও স্থানীয় সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলা কাগজের সম্পাদক ও প্রকাশক এম রহমান মোমিতের সভাপতিত্বে ও পত্রিকার বাংলাদেশ সমন্বয়ক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কমিউনিটি নেতা, বিসিএ’র সাবেক সভাপতি মো. আব্দুল মুনিম, পত্রিকার পরিচালক রুহুল আমিন চৌধুরী মামুন ও অধ্যাপক মো. কমর উদ্দিন আহমদ জামাল।
আরও বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, জুড়ী তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস