বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)র আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে জেলা অফিসের উপপরিচালক (রু:দা:) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনান।
প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ তিতীক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস