সিলেট

দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ

সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রাম। ওই গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় গড়ে তোলা হয়েছে একটি প্রকল্প। নাম দেওয়া হয়েছে দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ। শতাধিক অনাথ শিক্ষার্থীকে সেখান থেকে হাতে কলমে দেওয়া হবে শিক্ষা। পুরোপুরি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে সেবামূলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভার্টি-ক্যাপ ফাউন্ডেশন। রোববার (৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আগামী ডিসেম্বর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। ছালিয়া গ্রামের ভেতর আঁকাবাঁকা সড়ক পেরিয়ে অর্ফানেজ ভিলেজ। উপর থেকে দেখলে মনে হবে ছোট ছোট লাল কুটির। কোথাও চলছে নির্মাণ কাজ আবার কোন কোন কুটিরের কাজ সম্পন্ন হয়েছে। ভেতরে প্রবেশ করার পর আরও মনোমুগ্ধকর লাগবে। সবকিছু পরিপাটি করে তৈরি করা হয়েছে। শত অনাথ শিক্ষার্থী অনায়াসে যেন থাকতে পারে সেজন্য প্রায় ৭ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই গ্রামটি।

রোববার দুপুরে অনাথ গ্রামের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ. কে আব্দুল মোমেন। তিনি তাদের কর্মকাণ্ড দেখে অভিভূত হয়ে পড়েন। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষা জীবন শেষে তারা যেন কারো মুখাপেক্ষী না হন সেজন্যই দীর্ঘমেয়াদী ফাউন্ডেশনের এই প্রকল্প। অনাথ শিশুদের থাকার জন্য তৈরি করা হয়েছে নান্দনিক রুম। নির্মাণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, টেকনিক্যাল কলেজ, লাইব্রেরি, খেলার মাঠ ও মসজিদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস