সিলেট

৪৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সিলেটের জকিগঞ্জ থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। সোমবার (০৪ মার্চ) বিকাল ৫টার দিকে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুজন হলো, হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১)। দুজনই জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদেরকে আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস