সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নতি করায় বাংলাদেশে এখন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিনামূল্যে বই বিতরণ সরকারের যুগান্তকারি একটি উদ্যোগ। তার প্রেক্ষিতে দেশের সকল শ্রেণির মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (৫ মার্চ) সিসিক সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ৯টি সিটি স্যাটেলাইট স্কুলের হত দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে পোষাক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধাবী হিসেবে গড়ে তুলা আমাদের কর্তব্য। সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত স্কুলগুলোতে শিক্ষার মান আরও বাড়ানো শিক্ষকদের প্রতি আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস