সিলেট

বেতন বঞ্চিতদের সড়ক অবরোধ

সিলেটের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একাংশ। এর আগে দির্ঘদিন ধরেই তাদের বেতন না পাওয়া নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিলো। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধসহ ৩ দফা দাবিতে চৌহাট্টা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়টির কর্মচারী পরিষদ। আন্দোলনকারীরা জানান, ১৫ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পবিত্র রমযান মাস চলে আসায় নতুন করে বিপদের সম্মুখীন তারা। মাসের পর মাস দোকানে বাকি থাকায় কেউ নতুন করে বাকিও দিচ্ছেনা বলে জানান তারা। এ অবস্থায় আত্মহনন ছাড়া আর কোনও উপায় নেই বলেও উল্লেখ করেন আন্দোলনকারিরা। এসময় আন্দোলনকারিরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরেন সাধারণ মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

লএবাংলাটাইমস/আইটিএলএস