সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেটের আলমপুরস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী বৈদেশিক বাজারে কর্মসংস্থানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষতা প্রশিক্ষণের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিক কাজ করে যাচ্ছেন। ডিজিটাল ল্যাব গঠনের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস