সিলেট

আলিয়া মাঠে নিত্যপণ্য নিয়ে নায্যমূল্যের দোকান চালু

পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণকে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহের লক্ষ্যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নায্যমূল্যের দোকান চালু করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নায্যমূল্যের এই রমজানের বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমেদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট চেম্বার অব কমার্স যৌথভাবে ‘রমজান বাজার’ চালু করেছে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই নায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। দরিদ্র, অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা সরকার নির্ধারিত মূল্যে যাতে পণ্য কিনে খেতে পারে সেজন্যই এই উদ্যোগ। এই বিক্রয়কেন্দ্র থেকে সারা রমজানব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করা হবে। এতে নগরবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তিনি ‘রমজান বাজার’ চালুর উদ্যোগ গ্রহণের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস