সিলেট

একুশে পদকপ্রাপ্ত রূপা চক্রবর্তীকে সম্মাননা প্রদান

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক কৃতীছাত্রী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিশিল্পী ড. রূপা চক্রবর্তীকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে রূপা চক্রবর্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একুশে পদকপ্রাপ্তিতে কলেজের শিক্ষকরা তাকে এ সম্মাননা প্রদান করেন। এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আঞ্জুমান আরা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ রোকসানা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আশীষ মজুমদার, সহযোগী অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দা তাহরীন আখতার, সহযোগী অধ্যাপক মো. বশীর আহমদ, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমীন, সহকারী অধ্যাপক হাজেরা সুলতানা, সহকারী অধ্যাপক সুমিত্রা রায়, সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাহিন ফাতেমা চৌধুরী, সহকারী অধ্যাপক সুদীপ তালুকদার, প্রভাষক দিব্যেন্দু রায়, প্রভাষক মো. ফখরুল ইসলাম, প্রভাষক মাসকুরা বেগম, প্রভাষক কয়েস মাহমুদ, প্রভাষক রিপন মিয়া, প্রভাষক মো. আনোয়ার হোসাইন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস