সিলেট

বিস্ফোরক মামলায় যুবদল-ছাত্রদলের ৪ নেতা কারাগারে

হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ মার্চ) তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন উর রশীদের আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা নেতারা হলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহদ তুষার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ।

উল্লেখ্য,‘গত ১৬ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল ও ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করেন।’ আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (সোমবার) তারা নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস