সিলেট

ধান-চালের ব্যবসায়ী জুবেল হত্যাকাণ্ডের আসামী গ্রেপ্তার

জকিগঞ্জের পৌর শহরের লঞ্চঘাট সড়কের ধান-চালের ব্যবসায়ী রুবেল আহমদ জুবেল (৩৮) হত্যা মামলার আসামী সাজু আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা থেকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, ১৭ মার্চ রাত সাড়ে আটটার দিকে জুবেলের ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ধারালো বাটাইল দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে জকিগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাইজান্দি কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে কাঠমিস্ত্রি সাজু আহমদ (২৩)। আহত জুবেলকে জকিগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি মারা যান। জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার ভিতরে অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল মহোদয় ও জকিগঞ্জ থানার ওসির মহোদয়ের নির্দেশনায় আমরা আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া হত্যা কাজে ব্যবহৃত রক্তামাখা কাঠ মিস্ত্রি কাজের বাটাইল উপজেলার কসকনকপুর ইউনিয়নের ফুকড়া গ্রামের একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস